সিলেট ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
লন্ডন অফিসঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাম্মান গ্রামের লন্ডন প্রবাসী মুহিদুর রহমান লাল মিয়া আর নেই। ২ ফেব্রুয়ারী রবিবার দিন গত রাতে লন্ডনের কুইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বাদ জোহর লন্ডনের স্থানীয় সময় ১২:৪৫ মিনিটে ইষ্ট লন্ডন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি লন্ডন মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষের দ্বায়ীত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে লন্ডনে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে নেমেছে। এছাড়া ওসমানীনগর জুরেও তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা জুরে শোকের ছায়া নেমে এসছে।