সিলেট ২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
ঢাকা অফিসঃঃ
রাজধানীর ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বহনকারী একটি বাসের সামনের চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ১০ জনের মতো আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, আজ মঙ্গলবার সকালে আশুলিয়া বসুন্ধরা মডেল হাই স্কুলের ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে উপজেলার কুশুরা কেন্দ্রে যাবার পথে কালামপুর বাজারের পশ্চিম পাশে পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি বিল্ডিং এ ধাক্কা খায়। এ সময় পরীক্ষার্থী সহ অন্তত ১০ জন আহত হয় বলে জানা যায়।
সুরুজ্জামান নামে আহত এক অভিভাবক জানান, সবমিলিয়ে ওই গাড়িতে প্রায় সত্তর জন যাত্রী ছিল। আহতের সংখ্যা কমবেশি হতে পারে।