সিলেট ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
ঢাকা অফিসঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে সমাবেশ করার মৌখিক অনুমতি প্রদান করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি। তবে সমাবেশের বিষয়ে কোনো শর্ত রয়েছে কি-না জানতে চাইলে এ্যানি বলেন, মৌখিকভাবে অনুমতির ক্ষেত্রে কোনো শর্ত বলা হয়নি। তবে লিখিত অনুমতির ক্ষেত্রে শর্ত থাকতে পারে।তবে অনুমতির বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডিএমপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপির সমাবেশের অনুমতির ব্যাপারে আলোচনা চলছে। আলোচনার পর এব্যাপারে আনুষ্টানিক সিধান্ত দেয়া হবে ।
প্রসঙ্গত: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। ডিএমপি কমিশনার প্রতিনিধিদলকে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সমাবেশের অনুমতির বিষয়টি বিএনপিকে যথা সময়ে জানিয়ে দেয়া হবে।
এলবিএন/০৭এফ/ঢ/১১-০২