সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি
লন্ডন বাংলা ডেস্ক
বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে একটি ট্রলার ডুবে যাওয়ায় ট্রলারে থাকা নারী ও শিশুসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।সাগর পথে মানবপাচারের অবৈধ তৎপরতার অংশ হিসেবে প্রবালদ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন ছেঁড়াদ্বীপের কাছে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই একটি ইঞ্জিনবোট ডুবে গেছে। এ ঘটনার পর নৌবাহিনীর সর্বশেষ আপডেট অনুযায়ী ১৫ নারী ও শিশুর লাশ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ৭৫ জন। এরা সবাই রোহিঙ্গা। মৃতদের মধ্যে ১২ নারী ও তিন শিশু রয়েছে। জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে ২৪ পুরুষ, ৪৬ নারী ও তিন শিশু রয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের আগে টেকনাফের বাহারছড়া থেকে রোহিঙ্গাদের নিয়ে ছোট ছোট কয়েকটি বোটে করে গভীর সাগরে নিয়ে উঠানো হয় দুটি ইঞ্জিনবোটে। এর মধ্যে একটি ডুবে যায়। অপরটিতে থাকা রোহিঙ্গারা অক্ষত রয়েছে। ওই ইঞ্জিনবোটে নারী-পুরুষ ও শিশু মিলিয়ে ১০০ জনেরও বেশি রোহিঙ্গা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃতদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে মানবপাচারকারী দলের চার সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সেন্টমার্টিনের অদূরে টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ অকুস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রশাসন সূত্র জানায়, এখনও দশজন নিখোঁজ রয়েছে। নৌবাহিনীর জাহাজ বিএনএস দুর্জয়, বিএনএস করতোয়া ও কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার কাজে নৌবাহিনীর ডুবুরি, বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার নিয়োগ করা হয়েছে। কোস্টগার্ডের প্রশিক্ষিত উদ্ধারকারী টিমও উদ্ধার কাজে রয়েছে। সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করা হবে বলে নৌবাহিনী ও কোস্টগার্ড সূত্রে জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্র খোঁজ নিয়ে জেনেছে, ভোরের আগে দেড় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু গভীর সাগরে অবস্থানরত ইঞ্জিনচালিত দুটি বোটে উঠে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। বোট দুটি ভোরের পর অর্থাৎ সকালের দিকে টেকনাফ অতিক্রম করে সন্নিহিত ছেঁড়াদ্বীপের কাছে পৌঁছায়। এর মধ্যে একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। বোটটি ভাসতে ভাসতে ছেঁড়াদ্বীপের কাছে পৌঁছার আগে সকাল সাতটার দিকে সাগরের তলদেশে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এ সময় অদূরে টহলরত নৌবাহিনীর জাহাজ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। শুরুতে তারা ভাসমান অবস্থায় থাকা ৪০ জনকে উদ্ধার করে জাহাজে তুলে নেয়। এরপর ১০টি মৃতদেহ পাওয়া যায়। পরে আরও পাঁচজনের লাশ উদ্ধার হয়। উদ্ধারকৃতদের তথ্য অনুযায়ী, আরও ৪৫ জন নিখোঁজ রয়েছে।
এদিকে, মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়টি আলোচনার পর কোস্টগার্ডের তথ্যমতে, ডুবে যাওয়া ওই ইঞ্জিনবোটে ১২৫ রোহিঙ্গা ছিল। উদ্ধার হওয়া জীবিত রোহিঙ্গাদের সবাইকে সেন্টমার্টিন জেটিঘাটে নিয়ে আসা হয়েছে।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সাগরপথে মালয়েশিয়াগামী একটি ইঞ্জিনবোট ডুবির ঘটনায় স্থানীয়রা বিস্মিত। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ইঞ্জিনবোট ডুবির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারসহ যাবতীয় তৎপরতা গ্রহণ করা হয়। তিনি নিশ্চিত করেছেন, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার অবৈধ তৎপরতার এ ঘটনায় সবাই ছিল রোহিঙ্গা।
এদিকে প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, টেকনাফ থেকে রোহিঙ্গা বোঝাই ওই দুটি ইঞ্জিনবোট ছাড়ার তথ্য থাকলেও একটি ডুবেছে অন্যটিতে থাকা রোহিঙ্গারা অক্ষত আছে। ইঞ্জিনবোটটি ডুবে যাওয়ার পর উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানায়, দালালদের মাধ্যমে আশ্রয় শিবির থেকে অতি গোপনে তারা মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। উদ্ধারকৃতদের তথ্য অনুযায়ী, আশ্রয় শিবিরের বাইরে থাকা কিছু রোহিঙ্গাও তাদের দলে ছিল।
এ ঘটনা নিয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার নাইম উল হক জানান, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে রোহিঙ্গারা। সকালে ছেঁড়াদ্বীপের কাছে হঠাৎ তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ভাসতে ভাসতে তারা যখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আসে, তখন সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় সমুদ্র তলদেশে পাথরের সঙ্গে ধাক্কা লেগে হঠাৎ ট্রলারটি ডুবে যেতে শুরু করে। ঘটনার পর পর কেউ কেউ সাঁতরে কুলে উঠে আসতে সক্ষম হয়। ভাসতে থাকে অনেকে। ইঞ্জিনবোট অভ্যন্তরে থাকাদের মধ্যেই প্রাণ হারিয়েছে বেশি। যাদের মধ্য থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫টি লাশ উদ্ধার হয়েছে।
এদিকে বিয়ে করে সংসার পাততেই দল বেঁধে মালয়েশিয়া যাচ্ছিলেন রোহিঙ্গা তরুণীরা! এমনটি জানিয়েছেন কক্সবাজারের সেন্টমার্টিন সাগরের দক্ষিণ-পশ্চিমাংশে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া বেশ কয়েকজন তরুণী।
উদ্ধার হওয়া টেকনাফের শামলাপুর ক্যাম্পের তরুণী খতিজা বেগম বলেন, ‘বাবা নেই, তাই যৌতুক দিয়ে বিয়ে করা সম্ভব হচ্ছে না। ভবিষ্যৎ অন্ধকার চিন্তায় জীবনটা এলোমেলো চলছে। পরিচিতদের মাধ্যমে জেনেছি, মালয়েশিয়ায় স্থানীয় ও প্রবাসীরা বিনা যৌতুকে তরুণীদের সম্মান দিয়ে বউ করে নেন। সংসারি হতেই ঝুঁকি নিয়ে ট্রলারে মালয়েশিয়া পাড়ি দিচ্ছিলাম। কিন্তু ভাগ্য আমাদের সহায় হয়নি।
একই কথা বলেন মধুরছড়া ক্যাম্প থেকে ট্রলারে ওঠা রোকসানা বেগম, জাদিমুরার হোসনে আরা, লম্বাশিয়ার ইয়াসমিন। তারা বলেন, ‘ক্যাম্পে জীবনটা বিষিয়ে উঠেছে। স্বজাতিরাই অসহনীয় আচরণ করে। এখানে সময়টা অতিবাহিত হলেও বুড়িয়ে যেতে হচ্ছে। তাই পরিচ্ছন্ন ভবিষ্যতের সন্ধানে আমরা ঝুঁকি নিয়েছি।
উদ্ধার হওয়া এসব রোহিঙ্গা তরুণীর সঙ্গে রয়েছেন কিছু বিধবা ও স্বামী-পরিত্যক্তাও। তাদের মধ্যে নূর বানু ও ছলেমা খাতুন বলেন, ‘কোনো একটা কাজে যোগ দিয়ে সন্তান ও নিজেদের সামনের দিনগুলো সুন্দর করার আশায় আমরা ট্রলারে মালয়েশিয়া পৌঁছাতে চেষ্টা করেছিলাম। এভাবে মাঝ সাগরে ট্রলার ডুবে মৃত্যুর মুখোমুখি হতে হবে কল্পনাও করিনি।’