ছাগল তাড়িয়ে দেয়ায় দোকানির পা ভেঙে দিল চেয়ারম্যানের ভাই

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

ছাগল তাড়িয়ে দেয়ায় দোকানির পা ভেঙে দিল চেয়ারম্যানের ভাই

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ছাগল তাড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মারধর করে দোকানির পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের ভাই ও ভাতিজার বিরুদ্ধে। এতে মুদি দোকানিসহ দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে চরফ্যাশন উপজেলার নজরুলনগর ইউনিয়নের দুর্গম চর নলুয়া স্লুইস গেট বাজার এলাকায় মারধরের এ ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহীম হাওলাদার (৫০) ও তার ছেলে সাইফুল হাওলাদার (২৩) স্লুইস গেট বাজারে তাদের হাওলাদার স্টোর নামের মুদি দোকান আছে। সন্ধ্যায় বেচাকেনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের ভাই রিয়াদ, মাকসুদ ভাতিজা ইমনসহ আরও ৫-৬ জন মিলে দোকানি ইব্রাহিম ও তার ছেলে সাইফুল হাওলাদারকে হকিস্টিক, লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর জখম করেছে।

 

আহত ইব্রাহীম হাওলাদার অভিযোগ করে বলেন, রুহুল চেয়ারম্যানের দুই ভাই এবং ভাতিজা প্রায় ৫০ থেকে ৬০টি ছাগল পালন করে। এসব ছাগল বাজারে ও রাস্তাঘাটে ছেড়ে দিয়ে পালন করায় স্লুইস গেট বাজারে মানুষের দোকানপাট ও বাসা বাড়িতে গিয়ে গাছ-গাছালিসহ মুদি দোকান ও কাঁচাবাজারের দোকানে গিয়ে খাবার খেয়ে স্থানীয় জনসাধারণের ক্ষতি করে।

 

চেয়ারম্যানের প্রভাবে তার ভাই ও ভাতিজারা দুর্গম ওই এলাকায় একাধিক অপকর্মসহ ত্রাস সৃষ্টি করার অভিযোগ করেন স্থানীয় একাধিক এলাকাবাসী।

 

তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার তার ভাই ও ভাতিজা কর্তৃক মারধরের ঘটনা স্বীকার করে বলেন, উভয়পক্ষই মারামারির সঙ্গে সম্পৃক্ত কিন্তু একপক্ষ মার বেশি খেয়েছে। আহতদের দেখতে আমার ভাই ও ভাতিজা হাসপাতালে গিয়েছে। তাদের ডেকেছি তারা যদি আসে তাহলে স্থানীয়ভাবে বিষয়টির সুষ্ঠু সালিশ ফয়সালা করে দেয়া হবে।

 

দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930