সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
মৌলভীবাজার পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচন শেষে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ফজলুর রহমান। তিনি নৌকা প্রতিকে ১৩হাজার ৬শত ৯৭ভোট পেয়েছেন।
তাঁর প্রতিদ্বন্ধি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. অলিউর রহমান ৩হাজার ৭শত ৩৩ভোট পেয়েছেন। দেশের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের অংশ হিসেবে মৌলভীবাজারে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগে ২৯ জানুয়ারি দুপুরে বিএনপি মনোনিত প্রার্থী মো. অলিউর রহমান নির্বাচন বর্জন করেন।উল্লেখ্য, এই নির্বাচনে মেয়র পদে ২জন, কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০জন প্রতিদ্বন্ধিতা করছেন।