সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১
প্রতিনিধি/বাগেরহাটঃঃ
প্রকৃত মুক্তিযোদ্ধাকে যাচাই বাচাই কমিটির সভাপতির দায়িত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির দাবিতে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ তৈয়বুর রহমান সেলিম।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই বাচাইয়ের লক্ষ্যে মোরেলগঞ্জ উপজেলা কমিটিতে ২৬ জানুয়ারী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খানকে সভাপতি মনোনয়ন দেয়। কিন্তু ২৮ জানুয়ারী উক্ত কমিটি পরিবর্তন করে লিয়াকত আলী খানকে বাদ দিয়ে সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন কে যাচাই বাচাই কমিটির সভাপতি করেন জামুকা ।
সাংবাদিক সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সরোয়ার হোসেনকে সভাপতির পদ থেকে অব্যহতি দিয়ে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান কে পুর্নবহালের আবদেন করছে জামুকা’র কাছে।সাংবাদিক সম্মেলনে যুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান সাবেক কমান্ডার ডাঃ মোসলেম উদ্দিন হাওলাদার , ডাঃ আকরামুজ্জামান, এসএম বজলুর রহমান সহ অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন ।উল্লেখ্য ৬ জানুয়ারী এ যাচাই বাচাই অনুষ্ঠিত হবে।