লেবাননে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

লেবাননে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

পরিবারে সচ্ছলতা ফেরানোর আশায় লেবাননে গিয়ে রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন, আব্দুল্লাহ মিয়া (৩২)  হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর পুত্রও মোজাম্মেল মিয়া (২০)। মোজাম্মেল মিয়া একই গ্রামের ঝাড়ু মিয়ার পুত্র।  ওই দুই শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাদের স্বজনরা।

 

আব্দুল্লাহর প্রতিবেশী আফজল মিয়া জানান, প্রায় চার বছর আগে লেবাননে পাড়ি জমিয়ে একটি কোম্পানিতে কাজ নেন আব্দুল্লাহ। পরের বছর তার ভাতিজা মোজাম্মেলও সেখানে যান। তারা এক জায়গায় কাজ করতেন, একই সাথে ঘুমাতেন। মঙ্গলবার রাতে খেয়ে দু’জন ঘুমিয়ে পড়েন। পরদিন অনেক বেলা পর্যন্ত তাদের কক্ষের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদের লাশ উদ্ধার করে।এখনও তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। আইনী প্রক্রিয়া সম্পন্নের পর দূতাবাসের মাধ্যমে তাদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে।

 

তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া জানান, লেবাননের ছুর নামক একটি জায়গায় থাকত তারা। তাদের মৃত্যুর খবর পরিবারের মাধ্যমে শুনতে পেরেছি। তবে তারা কিভাবে মৃত্যুবরণ করেছে এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে প্রাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অলাপ হয়েছে। যাতে করে তাদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা যায়।

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

Spread the love

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30