করোনাভাইরাস মোকাবিলায় বেতন দান করলেন ট্রাম্প

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় বেতন দান করলেন ট্রাম্প

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর যে পরিমাণ বেতন পেয়েছেন করোনাভাইরাস মোকাবিলায় তার চার ভাগের এক ভাগ দান করে দিয়েছেন। মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা অধিদপ্তরকে তিনি এ অর্থ দান করেন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সচিব স্টেফানি গ্রিশাম ট্রাম্পের এ অর্থ দানের কথা নিশ্চিত করেছেন। তিনি মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা অধিদপ্তরের সচিব অ্যালেক্স আজারকে ট্রাম্পের দেওয়া এক লাখ ডলারের চেকের ছবি টুইটারে পোস্ট করেছেন।

 

এক সংবাদ সম্মেলনে অ্যালেক্স আজার বলেন, ‘আমি এটা ঘোষণা করতে আনন্দিত যে মার্কিন প্রেসিডেন্ট করোনাভাইরাস মোকাবিলায় তার বেতনের এক চতুর্থাংশ স্বাস্থ্য ও মানব সেবা অধিদপ্তরের সহকারী সচিবের কার্যালয়কে দান করেছেন। এই চেকটি দেখে খুব ভালো লাগছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই তার বার্ষিক বেতনের এক চতুর্থাংশ বিভিন্ন খাতে দান করে আসছেন। অনেকেই অভিযোগ করেন, ট্রাম্পের এ গুণটির কথা গণমাধ্যম উপেক্ষা করে।

 

করোনাভাইরাস চীন ছাড়িয়ে বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রেও হানা দিয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। এ পর্যন্ত করোনাভাইরাসে দেশটিতে নয়জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ওয়াশিংটনের বাসিন্দা। এ ভাইরাসে যুক্তরাষ্ট্রে ১০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

Spread the love