সৌদিতে গুলি করে এক বাংলাদেশিকে হত্যা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

সৌদিতে গুলি করে এক বাংলাদেশিকে হত্যা
১৬১ Views

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সৌদি আরবের মক্কার তায়েফ শহরে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন মোবারক হোসেন (২৮) নামে এক বাংলাদেশি। নিহত মোবারক নরসিংদী জেলা সদরের ব্রাহ্মণপাড়ার বাসিন্দা। তার পিতার নাম আবদুল খালেক।

 

গত বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক রাত আড়াইটার দিকে তায়েফ শহর থেকে ২০০ কিলোমিটার দূরে আল-খোরমা এলাকায় পানি আনতে যাচ্ছিলেন মোবারক। তিনি সেখানে পানি বহনের গাড়ি চালাতেন। একাই গাড়ি নিয়ে নির্দিষ্টস্থানের কূপ থেকে পানি আনতে গিয়েছিলেন তিনি।

 

কূপে যাওয়ার পথটি ছিল জনমানবশূন্য মরুভূমি। পথিমধ্যে দুইজন সৌদি নাগরিক তার গাড়ি অবরোধ করেন। তার সঙ্গে থাকা মানিব্যাগ,মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। এ সময় ছিনতাইকারীর সঙ্গে মোবারকের ধস্তাধস্তি হয়।

 

একপর্যায়ে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন মোবারক।পর দিন শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এরপর তার মালিককে খবর দেয় পুলিশ।আজ রোববার আল খোরমা থেকে মোবারক হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মামা জাকির হোসেন ভুট্টু।

 

জীবিকার তাগিদে গত দুই বছর আগে মোবারক হোসেন সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। তার মরদেহ বর্তমানে আল খোরমা সেন্টার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031