সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
প্রবাসী ডেস্কঃঃ
নিউইয়র্কে ‘ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর জাদুকরি ভাষণ’ স্মরণের সমাবেশের প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম বললেন, ‘একাত্তরের চেতনা সমুন্নত রেখে সুখ-সমৃদ্ধশালী বাংলাদেশ রচনায় শেখ হাসিনার নেতৃত্বে একযোগে কাজ করতে হবে।’ এছাড়া, এই যুক্তরাষ্ট্রে ঘাপটি মেরে থাকা বঙ্গবন্ধুর ঘাতক মেজর রাশেদ চৌধুরীকে গ্রেফতার করে অবিলম্বে বাংলাদেশে নিয়ে দন্ড কার্যকর করতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ প্রয়োগের বিকল্প নেই বলেও উল্লেখ করলেন এম এ সালাম।
বিশেষ অতিথির বক্তব্যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘মুজিববর্ষে বহুজাতিক এ সমাবেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সংগ্রামী জীবন-ইতিহাস ছড়িয়ে দিতে হবে। সে লক্ষে ২৮ ও ২৯ মার্চ নিউইয়র্কে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন হবে। সেখানে সকলের উপস্থিতি ঘটাতে হবে এবং প্রবাস প্রজন্মকেও বঙ্গবন্ধুর কর্মকান্ড অবহিত করতে হবে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ স্মরণ সমাবেশটি অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে একটি পার্টি হলে। করোনা ভাইরাস আতংকে নিউইয়র্ক রাজ্যে জরুরী অবস্থা ঘোষণার মধ্যেই মুজিব প্রেমী প্রবাসীরা বিপুল উদ্যমে এ সমাবেশ করলেন। গোটা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অবিস্মরণীয় সেই ভাষণ প্রদর্শনের মধ্যদিয়ে শুরু এ সমাবেশে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া। প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবী। তিনি বলেন, জীবনের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ লালন করা সম্ভব হলেই আমরা সকলে সত্যিকার একজন ভালো মানুষ হিসেবে পরিণত হতে পারবো।
আয়োজন সংগঠনের অন্যতম সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা মানিকের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, স›দ্বীপ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি রেফায়েত চৌধুরী, ম্যানহাটান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আলমগীর কবীর প্রমুখ। আসরাব আলী খান লিটনের সঞ্চালনায় এ সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি এ কে এম ফজলুল হক, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড. জিনাত নবী, প্রচার সম্পাদক শাহ ফারুক প্রমুখ। সমাবেশের শেষ পর্বে এবারের একুশে পদকপ্রাপ্ত প্রবাসের জনপ্রিয় ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।