সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
প্রতিনিধি/সাতক্ষীরাঃ
স্কুল ছাত্রের কাছে সিকারেট বিক্রি করায় সাতক্ষীরার তালা উপজেলায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। শনিবার সকালে তালা সদর বাজারের তিন রাস্তার মোড়ে ঘটনাটি ঘটে।
জানা যায়, তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী (১৪) স্কুল ড্রেস পরিহিত অবস্থায় স্থানীয় মুদি ব্যবসায়ী পবিত্র পালের দোকান থেকে সিগারেট কেনার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিতে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল বিষটির সত্যতা নিশ্চিত করে জানান, মুদি ব্যবসায়ী পবিত্র পালকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন স্যার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বায়িত্ব পালনকারী মো. ইকবাল হোসেন বলেন, পবিত্র পালকে ভবিষ্যতের জন্য কঠোর সতর্ক করা হয়েছে। এবং অপ্রাপ্ত বয়স্কদের কাছে সিগারেট বিক্রির অপরাধে ধূমপান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত) অনুযায়ী সর্বনিম্ন শাস্তি হিসেবে জরিমানা করা হয়েছে।
এলবিএন/২৫-জ/র/০৩-০৭