সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাসের ছোবল লেগেছে ক্রীড়া জগতেও। ইউরোপিয়ান ফুটবল লীগগুলো বাতিল করা হয়েছে এ মরণঘাতী ভাইরাসের ভয়ে। ইতালির শীর্ষ ফুটবল ক্লাব জুভেন্টাসের খেলোয়াড় ড্যানিয়েল রুগানির পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ক্লাবটির অন্যতম প্রধান তারকা খেলোয়াড় পাওলো দিবালা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, জুভেন্টাসের খেলোয়াড়, কর্মকর্তাসহ ১২১ জন নিজস্ব কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে থাকা আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলার দিবালার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে জুভেন্টাসের নিজস্ব কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে গত বুধবার তার ক্লাব সতীর্থ ড্যানিয়েল রুগানির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
গত রোববার রাতে ইন্টার মিলানের সঙ্গে খেলা ছিল জুভেন্টাসের। ‘ক্লোজ ডের’ সে খেলায় ইন্টার মিলানকে ২-০ গোলে হারায় জুভেন্টাস। এ ম্যাচে দিবালাদের সঙ্গে ছিলেন তাদের ক্লাবের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রুগানি।
এদিকে, ক্লাবটির শীর্ষ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালে তার বাড়িতে গিয়ে ‘হোম কোয়ারেন্টাইনে’ রয়েছেন। তিনিও রুগানির সঙ্গে গত রোববারের ম্যাচে খেলেছেন। তাকে রুগানির সঙ্গে উদযাপন করতেও দেখা গেছে।
এদিকে, ইংলিশ ফুটবলেও আঘাত হেনেছে করোনাভাইরাস। আর্সেনালের কোচ মিকেল আর্তেতা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আগে এ ক্লাবটির খেলোয়াড়দের নিজস্ব কোয়ারেনটাইনে রাখা হয়।