সিলেট ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ফ্রান্সের আলপস পর্বতমালায় তুষারধসের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। স্থানীয় সময় গতকাল রোববার দুপুরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মন্ট ব্ল্যাঙ্কের আরমানসেট হিমবাহে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
ডেপুটি মেয়র এলিজাবেথ মোলার্ড নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি ফ্রান্সের রেডিও স্টেশন আরটিএলকে বলেছেন, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় গাইড। এ ছাড়া তুষারধসে আহত আরও কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তুষারধসের ঘটনা নিয়ে ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেটিও’র কোনো সতক র্বাতা ছিল না বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে উষ্ণতা ও বাতাসের সংমিশ্রণে এই তুষারধস ঘটতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ একজনকে উদ্ধারের তৎপরতা আজ সোমবার থেকে আবার শুরু হবে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ হতাহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘আমরা হতাহতসহ তাদের পরিবারের কথা ভাবছি।’ মাখোঁ আরও লিখেছেন, ‘বরফের মধ্যে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য আমাদের জরুরি পরিষেবাগুলোকে সচল করা হয়েছে।’