সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
কুসুম আলী গত কয়েকদিন আগে কুয়েত থেকে ফিরে ফিরেছেন। তবে কোয়ারেন্টাইনে থাকননি। ঘুরে বেড়িয়েছেন গ্রামের একপ্রান্ত থেকে অন্য প্রাপ্ত। এখানে শেষ নয়। আজ শুক্রবার বসতে চলেছিলেন বিয়ের পিঁড়িতেও। অবশেষে তা হয়নি।
শুক্রবার সকালে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের মৃত হাসিম আলির ছেলে প্রবাসী কুসুম আলীকে হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে এক ১৫ হাজার টাকা জরিমানা ও বিয়ে ভেস্তে দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমান ও এ,এস,আই হাবিবুর রহমান।
মাহবুবুর রহমান জানান, সকালে বাড়িতে গিয়ে কুসুম আলীকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন বিয়ে ভাঙ্গার মুচলেকা দেয় ও কোয়ারেন্টাইন থাকার অঙ্গিকার করে এবং ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করে।