ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করলো নাইজার জান্তা

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩

ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করলো নাইজার জান্তা

আন্তর্জাতিক ডেস্কঃঃ
ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে নাইজারের জান্তা সরকার। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় তারা বলে, গত সপ্তাহের অভ্যুত্থানের পর তারা নিয়ামে ও ফ্রান্সের মধ্যে সামরিক চুক্তি বাতিল করেছে।

 

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত মাসে মধ্য আফ্রিকার দেশ নাইজারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে গত ২৬ জুলাই রক্তপাতহীন অভ্যুত্থান ঘটায় তারা। আর অভ্যুত্থানের পর দেশটির সাধারণ মানুষ ও সেনাদের মধ্যে ফ্রান্স বিরোধী কর্মকাণ্ড বৃদ্ধি পায়।

সাধারণ মানুষের এসব ফরাসি বিরোধী কর্মকান্ডের মধ্যেই— ফ্রান্সের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করেছে ক্ষমতা দখলকারী জান্তা । ১৯৭৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত হওয়া অন্তত পাঁচটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে তারা। বৃহস্পতিবার একজন অভ্যুত্থানকারী বলেন, `ফ্রান্সের উদাসীন মনোভাব এবং এমন পরিস্থিতির ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়ার মুখে ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অফ হোমল্যান্ড এই রাষ্ট্রের সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষার ব্যাপারে সহযোগিতা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

 

গত বছর মালি ও বুরকিনা ফাসোতে সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটে। দুই দেশেই অভ্যুত্থানের পর ফ্রান্স বিরোধী কর্মকান্ড দেখা গিয়েছিল। এমনকি ওই দুই দেশ তাদের ভূমি থেকে ফ্রান্সের সেনাদের বেরও করে দিয়েছিল। নাইজার, মালি ও বুরকিনা ফাসোতে আইএসআইএস ও আল কায়েদা বিরোধী অভিযান চালাতে ফ্রান্সের সেনারা সেখানে অবস্থান করছিল।

Spread the love

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30