সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
বাংলাদেশ প্রেসক্লাব ইতালি’র সভাপতি পদে শাহিন খলিল কাউছার ও সাধারন সম্পাদক পদে কমরেড খোন্দকার নির্বাচিত হয়েছে। গতকাল শনিবার রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রথম কাউন্সিলের প্রথম অধিবেশনে মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং মো : আল আমিনের পরিচালনায় সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে শাহিন খলিল কাউছারকে সভাপতি এবং কমরেড খোন্দকারকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।
এসময় করোনা পরিস্থিতিতে রোমের বাইরে বসবাসরত সদস্যরা উপস্থিত থাকতে না পারায় জুমের মাধ্যমে তাদেরকে কাউন্সিলে সংযোগ করা হয়।নব নির্বাচিত সভাপতি এবং সাধারন সম্পাদক জানান অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে এবং অভিষেকের মধ্যে দিয়ে তারা তাদের দায়িত্ব বুঝে নিবেন। শাহিন খলিল কাউছার লন্ডন টাইমস্ নিউজের পরিচালক ও গাজী টিভি’র ইতালি প্রতিনিধি এবং কমরেড খোন্দকার দৈনিক ঢাকা টাইমসের ইউরোপ ব্যুরো প্রধান।