কোয়ারেন্টাইনে শেষে বাড়ি ফিরলেন ৩৬ ইতালি প্রবাসী

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

কোয়ারেন্টাইনে শেষে বাড়ি ফিরলেন ৩৬ ইতালি প্রবাসী

লন্ডন বাংলা ডেস্কঃঃ
গাজীপুর মহানগরের মেঘডুবি মা ও শিশুকল্যাণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ৩৬ ইতালি প্রবাসীকে সোমবার ছাড়পত্র দেয়া হয়েছে। ছাড়পত্র পেয়ে স্বজনদের সাথে নিজ নিজ বাসায় ফিরে গেছেন। বাড়ি ফিরে সমস্যা এড়াতে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে সনদ দেয়া হয়েছে।

 

জানা গেছে, গত ১৪ মার্চ ইতালি ফেরত ৪৪ জন বাংলাদেশি ইতালী প্রবাসীকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকার ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়।

 

এদের মধ্যে দেহে লক্ষণীয় মাত্রায় জ্বর থাকায় দু’দফায় ১৪ ও ১৫ মার্চ ৮ জনকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় পাঠানো ওই ৮ জনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় একজনের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। বাকি ৭ জনকে কাপাসিয়ার পাবুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে।

 

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা ৩৬ জনকে ১৬ দিন পর আজ সোমবার সকালে ছাড়পত্র দেয়া হয়। তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

 

গাজীপুরের সিভিল সার্জন ডা: মো. খায়রুজ্জামান জানান, চিকিৎসকসহ সকলের সার্বিক সহযোগিতায় কোয়ারেন্টাইন সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, কোয়ারেন্টাইন থেকে মুক্ত হওয়া প্রবাসীদের বাড়ি ফিরতে পথে যাতে কোন সমস্যা না হয় সেজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

এদিকে, গাজীপুরে বিদেশ ফেরত ১৫৪৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৮ জন

Spread the love