সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে সনাতনী যুব সমাজের উদ্যোগে ৩দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব এর আয়োজন করা হয়েছে। গ্রামতলা (দাশপাড়া) গ্রামের আদি কালীবাড়ী উৎসব অঙ্গনে ৩দিনব্যাপী ‘অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব’ শুরু হবে আগামী (১২,১৩ ও ১৪ ফেব্রুয়ারি) বুধ, বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টায় শ্রীমদ্ভাগবত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হবে নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব। শ্রীযুক্ত সুষেন বৈদ্য’র পরিবেশনায় অনুষ্ঠিত হবে মহোৎসবের শুভ অধিবাস। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দধিভান্ড ভঞ্জন ও লীলা সংকীর্তন সমর্পনের মাধ্যমে সমাপন হবে অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব। অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তননে সকল সনাতনী ধর্মালম্ভীদের উপস্তিত থাকার আহবান জানিয়েছেন আয়োজকরা।