সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
চীনে ২ জনকে রেখেই আসলো বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। শরীরে জ্বর থাকায় তারা চীনে রয়ে গেছেন বলে জানা গেছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবেশেটির উহানে আটকে পড়া ৩১৬ বাংলাদেশির মশ্যে ৩১৪ জনকে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। এই ফ্লাইটে ৩১৬ জন ফেরার কথা থাকলেও শরীরের তাপমাত্রা বেশি থাকায় দুজনকে উহানে রেখে আসা হয় বলে জানা গেছে।
শনিবার বেলা ১১টা ৫৩ মিনিটে ৩১৪ বাংলাদেশিকে নিয়ে বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীন ফেরত এই বাংলাশিদের এখন আশকোনো হজক্যাম্পে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ ও সেনা সদস্যরা। কারও মধ্যে সংক্রমণের লক্ষণ দেখা গেছে সঙ্গে সঙ্গে তাকে স্থানান্তর করা হবে হাসপাতালে।
আশকোনোয় কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণের এই পুরো বিষয়টিতে আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুশতাক হোসেনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে সরকার।
ড. মুশতাক হোসেন বলেন, ‘ফ্লাইটে ৩১৪ জন এসেছেন। তাদের কোয়ারেন্টাইন স্টেশন আশকোনার হাজী ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আরও দুজনের আসার কথা থাকলেও শরীরে জ্বর থাকায় তারা চীনে রয়ে গেছেন।’