লন্ডন থেকে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

লন্ডন থেকে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি
Spread the love

১২৭ Views

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

সরকারি সফর শেষে আজ শনিবার বিকেলে দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । উরুগুয়ে এবং লন্ডনে  ১১ দিনের সফর কালে বাংলাদেশের বিভিন্ন বিষয়নিয়ে আলোচনা করেন তিনি।

 

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বলেন, রাষ্ট্রপতি গতকাল লন্ডন সময় প্রায় ২০৩০ ঘণ্টায় কাতার এয়ারওয়েজের (কিউআর ২) একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছেন।

 

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান আজ বিকেল ৪টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

 

রাষ্ট্রপতি মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্সিয়াল কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন এবং লন্ডনে আরও কিছু বেসরকারি অনুষ্ঠানে অংশ নেয়ার পর দেশে ফিরে আসছেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

 

আবদুল হামিদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে গত ২৬ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছিলেন।


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930