সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
আন্তর্জাতিক ডেস্কঃঃ
অস্ট্রেলিয়ার ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ফিজিতে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি মো. রায়হান আলীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ফিজি সরকার সম্প্রতি ৭৫ হাজার ফিজিয়ান ডলার (৪০ লক্ষ ৫০ হাজার টাকা) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনকে ফিজি সরকার এ ক্ষতিপূরণের সিদ্ধান্ত অবহিত করে।
রায়হান আলীর বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জে। তিনি ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেডে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২৭ জুন গাড়ির চাকা বিষ্ফোরণে মৃত্যুবরণ করেন। সেসময় বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদানের জন্য ফিজি সরকারকে অনুরোধ করে এবং এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখে। এ অর্থ নিহতের পিতাকে প্রদান করা হবে।
মৃত্যুর পর পরিবারের সম্মতিতে রায়হান আলীকে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দাফন করা হয়।