সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫
আন্তজাতিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’ তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করেছে।
গত রোববার (২ নভেম্বর) কুইন্সের ট্যারেস অন দ্য পার্ক অডিটরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।
সুবর্ণজয়ন্তীর থিম সং-এর মাধ্যমে লাল-সবুজ বেলুন উড়িয়ে শুভ উৎসবের উদ্বোধন করা হয়। নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকান কিশোর সায়েন আলম বেহালার সুরে বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে আনুষ্ঠানিক পর্ব শুরু হয় এবং আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয়। এ পর্বে ‘নৃত্যাঞ্জলি’র শিল্পীরা ‘আমি বাংলায় গান গাই’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উৎসবের আহবায়ক ও সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান।
এদিন বিভিন্নক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জনকে ‘সোসাইটি অ্যাওয়ার্ড’ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- সৈয়দ মুহাম্মদ উল্লাহ, কামাল আহমেদ, সাইদুর রহমান ডন, সেলিমা আশরাফ, মোশারফ হোসেন খান চৌধুরী ও কাজী আজহারুল হক মিলন। এছাড়া সম্মাননা পায় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ‘দ্য অপ্টিমিস্টস’।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার বাংলাদেশ সোসাইটিকে কমিউনিটি সেবায় অবদানের জন্য সম্মাননা স্মারক দেন। কুইন্স বরো প্রেসিডেন্টের কার্যালয় থেকেও সম্মাননা দেওয়া হয়।
উৎসবে নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তাদের মধ্যে ছিলেন নামিরা মেহেদি, ভিক্টর ঘোষ ও আনিকা জেবা।
সংগঠনের সাবেক সভাপতি হামিদুজ্জামান বলেন, “কার্যকরী কমিটিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে হবে। বাংলাদেশ সোসাইটি আজ ঐক্যের প্রতীক। ভবিষ্যতে একটি আধুনিক সাংস্কৃতিক ও সামাজিক বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
শারমিন সোনিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান মইনুল ইসলাম মিয়া, সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ।
স্মৃতিচারণ করেন ফখরুল আলম ও আব্দুর রহিম হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন আকতার হোসেন বাদল, গিয়াস আহমেদ, মঈন চৌধুরী, নুরুল আজিম, আকিব হোসেন, মোর্শেদা জামান ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
শেষ পর্বে গান শোনান রানু নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, কালা মিয়া ও হাসান নীলু।