সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
আন্নর্জাতিক ডেস্কঃঃ
শরণার্থী ইস্যুতে ইউরোপের সঙ্গে তুরস্ক ব্ল্যাকমেল করছে বলে অভিযোগ তুলেছে সিরিয়া। তুরস্ক তাদের সীমান্ত খুলে দিয়ে শরণার্থীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে ইউরোপকে ব্ল্যাকমেল করছে বলে দাবি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। খবর এএফপি’র।
বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইউরোপের সঙ্গে এ ব্ল্যাকমেল করার দায়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানকে অভিযুক্ত করেছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত রাশিয়ার ২৪ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারের আসাদ বলেন, ইউরোপকে ব্ল্যাকমেল করার অংশ হিসেবে তুরস্ক দ্বিতীয় শরণার্থীর ঢল পাঠানো শুরু করেছে। তাদের সীমান্ত খুলে দিয়ে শরমণার্থীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ায় ইউরোপকে ব্ল্যাকমেল করছেন এরদোগান।
খবরে বলা হয়, সিরিয়ায় তুরস্কের অভিযানের ব্যাপারে সমর্থন পেতে ব্রাসেলসের সাথে আলোচনার দর কষাকষির অংশ হিসেবে শরণার্থীদের ব্যবহার করায় তুরস্ককে অভিযুক্ত করে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ গ্রীসের সাথে তুর্কি সীমান্তে হাজার হাজার শরণার্থী জড়ো হওয়ায় ইইউ’র কয়েকটি দেশ এবং এ ব্লকের অভিবাসন কমিশনারও এমন অভিযোগ তোলেন।