সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০
প্রতিনিধি/সৌদি আরবঃঃ
সৌদি আরবের নাজরানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শামসুদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার নাজরান শহরে লরির চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত শামসুদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সিরাজুল ইসলাম।
নিহত মো. শামসুদ্দিনের মামা সফিকুর আলম গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তার ভাগ্নে শামসুদ্দিন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল নামাচ্ছিলেন। এ সময় সড়ক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন। সফিকুল আলম আরও জানান, নিহত শামসুদ্দিনের মরদেহ বর্তমানে নাজরানের স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শামসুদ্দিনের মরদেহ দেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশে নেওয়ার ব্যাপারে সেখানে তার ছোট এক ভাই তদারকি করছেন।