সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
সৌদি আরব/ প্রতিনিধিঃঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তাবুক রোডের আল-হায়াত নামক স্থানে বালু ঝড়ের কবলে পড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এতে নিহত হন আবদুল্লাহ আল নোমান (৩০) নামের এই বাংলাদেশি প্রবাসী। এ ঘটনায় আহত নুর নবী ড্রাইভারকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নোমানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর হাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৌলভি ইউনুস সাহেবের বাড়ি এলাকায়। তিনি ওই এলাকার শেখ ফরিদের ছেলে। নোমান দীর্ঘদিন ধরে বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মতর ছিলেন।