সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
অন্তর্জাতিক ডেস্কঃঃ
মরণঘাতী করোনাভাইরাসে ইতালি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভয়াবহ এ ভাইরাসে দেশটির কমপক্ষে ২৩ জন চিকিৎসক মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ইতালির চিকিৎসকদের ফাউন্ডেশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
ইতালির চিকিৎসক ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাসে চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রতিদিন স্বাস্থকর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। হঠাৎ করেই বেশ কয়েকজন চিকিৎসক মারা গেছেন।
সিএনএন জানায়, নিহত ২৩ চিকিৎসকের ১৯ জনই লম্বার্ডি অঞ্চলে কাজ করতেন। অন্য চারজন নেপলস (দক্ষিণ ইতালি), এমিলিয়া রোমাগনা (উত্তর ইতালি) এবং মারচেতে (মধ্য ইতালি) কাজ করতেন।
গত রোববার ইতালির স্বাস্থ্য ইনস্টিটিউট তাদের এক প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৮২৪ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।