সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
প্রতিনিধি/ধর্মপাশা::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নাশকতার প্রস্তুতির অভিযোগে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পার্থ প্রীতম শিং (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলা সদর বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম ধনঞ্জয় শিং ধর্মপাশা বাজারের বাসিন্দা।
জানা যায়, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়।
এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে পার্থ প্রীতম শিং কে গ্রেপ্তার করা হয়। ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, বিশেষ ক্ষমতা আইনে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।