সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেটে গত সোমবার থেকে শুরু হয়েছে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম। এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে গত মঙ্গলবার ৯৬ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার পরীক্ষা করা হয়েছে আরও ২৪ জনের শারীরিক নমুনা।
আশার কথা হলো- তাদের সবার রিপোর্ট ‘নেগেটিভ’- তাদের কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নেই। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তবে তিনি গনমাধ্যমের মাধ্যমে তাদেরকে এ সতর্ক থাকা আহবান জানিয়ে বলেন, আপাতত: তারা করোনামুক্ত হলেও তাদেরকে আরো বেশি করে সতর্ক থাকতে হবে।
জানা গেছে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও বাসাবাড়ির বিভিন্ন ব্যক্তির নমুনা সংগ্রহ করে গতকাল মঙ্গলবার ও গতকাল বুধবার ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। সিলেটে প্রথম ধাপের পরীক্ষায় এর আগে আরো ৯৪ জনের রিপোর্টও নেগেটিভ আসে। এই নিয়ে প্রথম দিনে গ্রহণ করা মোট ১১৮ জনের রিপোর্টই একসাথে নেগেটিভ হলো। অর্থাৎ প্রথম ধাপে টেস্ট করা কোনো রোগীর শরীরে লক্ষণ নেই করোনার।