সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
নগরীর চৌহাট্টায় ট্রাকচাপায় নিহত হন আইএসইচটি ল্যাবরেটরি বিভাগের মেধাবী ছাত্র ইমতিয়াজ মাহবুব অর্জন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় সিলেটের আইএসইচটি ল্যাবরেটরি বিভাগের মেধাবী ছাত্র ইমতিয়াজ মাহবুব অর্জনের ঘাতক লাইসেন্সবিহীন ট্রাক ড্রাইভার ও দায়িত্বহীন ট্রাক মালিকের শাস্তির দাবিতে সিলেট নগরীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে তার সহপাঠীরা।
নগরীর টিবিগেইট পয়েন্টে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় আম্বরখানা-টিলাগড় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আইএসইচটি, সিলেটের শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে অনেকে রাস্তায় বসে ঘাতক চালকের শাস্তির দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নতুন সড়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন হলে লাইসেন্সবিহীন চালকের সংখ্যা শুণের কোঠায় নেমে আসবে। এছাড়া আইএইচটি ক্যাম্পাসের সামনে স্পিডব্রেকার কিংবা রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ নির্মানও জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও তা বাস্তবায়ন হয় নি।
উল্লেখ্য গত ২২ জানুয়ারি রাতে সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাকচাপায় নিহত হন আইএসইচটি ল্যাবরেটরি বিভাগের মেধাবী ছাত্র ইমতিয়াজ মাহবুব অর্জন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করে। জানা যায়, গ্রেফতারকৃত চালকের কোনো লাইসেন্স ছিল না।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |