সিলেটে বিশ্ব ক্যন্সার দিবস পালন

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

সিলেটে বিশ্ব ক্যন্সার দিবস পালন

স্টাফ রিপোর্টারঃঃ

বিশ্ব ক্যন্সার দিবস উপলক্ষে নর্থ ইষ্ট ক্যান্সার হাসপাতাল থেকে র‌্যালি বের করা হয়েছে। ‘আমি আছি, আমি থাকবো’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার অনুষ্ঠিত র‌্যালিতে কলেজের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, সেবিকা এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গন থেকে বের হয়ে আব্দুস সামাদ আজাদ চত্তর ঘুরে হাসপাতালে ফিরে শেষ হয়।

 

এসময়, বক্তারা বলেন, বিশ্বে প্রতিবছর দেড়কোটি মানুষ ক্যান্সারে মারা যায়। প্রতিনিয়ত মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তবে সারা দেশের তুলনায় সিলেটে দিনদিন ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। এর কারণ পান সুপারির সাথে তামাকের ব্যাবহার। সিলেটে ওরাল ক্যান্সারের রোগী বেশি। মোট রোগীর ৯০ ভাগ ওরাল ক্যান্সারে আক্রান্ত। এ জন্য পান সুপারির সাথে তামাকের ব্যাবহার কমাতে হবে। ক্ষতির দিক থেকে ধূমপানের চেয়ে তামাক কোন অংশেই কম নয়। বক্তারা দিবসটির তাৎপর্য অনুধাবন করে সচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানান।

 

ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা. দেবাশীস পাঠোয়ারি জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালে ১০৪৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য আছেন ৪৯৩ জন, মারা গেছেন ২৯৯ জন এবং ২৫১ জনকে চিহিৃত করা সম্ভব হয়নি।

Spread the love

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728